ছেলে তোর কুকরা কুকরা চুলে সমুদ্র ঢেউ খেলে লিরিক্স | chele tor kokra kokra chule lyrics bangla
" chele tor kokra kokra chule lyrics "
chele tor kokra kokra chule Song Details ( ছেলে তোর কোকরা কোকরা চুলে )
Song: Vallage- Chele Tor Preme Porar Karon.
Singer: Shumi Sabnam.
Lyrics: Akram Hossain.
Tune: Akram Hossain.
Music: Shojib.
Label: Sristy Multimedia.
[ chele tor kokra kokra chule lyrics bangla ]
" ছেলে তোর কুকরা কুকরা চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে,
তোর কুকরা কুকরা চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে,
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে."
"ছেলে তোর গোলাপ গোলাপ ঠুটে
যখন বিড়ির ধোয়া উঠে,
তোর গোলাপ গোলাপ ঠুটে
যখন বিড়ির ধোয়া উঠে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে.
" হাতে বালা গলায় মালা
কানে দিয়া দূল
বুক খোলা শার্ট পড়িয়া,
পকেটে নেও ফুল
মোরগের মাথার মতো
কাটিং মারো চুলে বন্ধু হে,
ম্যান হলের ঢাকনার মতো,
হাতে পড়ো গড়ি
পকেটে থাকে না তোমার
কোনো কানাকড়ি,
গলা ছিলা মুরগীর মতো
গোফে মারো কাট বন্ধু হে.
ছেলে তোর প্রেমে পড়ার কারণ
তোর শ্যামলা শ্যামলা বরণ
তোর প্রেমে পড়ার কারণ
তোর শ্যামলা শ্যামলা বরণ
ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে
ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে
চশমা পড়ে এদিক ওদিক চাও
ভুলভাবে মাঝে মাঝে
ইংলিশে গান গাও
মাইয়াদের ছবি লাগাইয়া
ফেসবুকও চালাও বন্ধু হে
আরে বাপের হোটেলে খাইয়া
বাইক নিয়া ঘুরো
সুন্দরী মাইয়া দেখিলে
মুচকী হাসি মারো
কুজো হয়ে হেঁটে ভাবো
লাগতাছে ফিটফাট বন্ধু হে
ছেলে তোর নেশা নেশা চোখে
এই আগুন জ্বলে বুকে
তোর নেশা নেশা চোখে
এই আগুন জ্বলে বুকে
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে
ছেলে তোর কুকরা কুকরা চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
তোর কুকরা কুকরা চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
" ছেলে তোর গোলাপ গোলাপ ঠুটে
যখন বিড়ির ধোয়া উঠে,
তোর গোলাপ গোলাপ ঠুটে
যখন বিড়ির ধোয়া উঠে,
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে।
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে,
ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।"
chele tor kokra kokra chule lyrics bangla lyrics in english
"Chele tor prem e porar karon
Tor shamla shamla boron,
tor prem e porar karon
Tor shamla shamla boron,
oi shamla galer kalo dari valo lage.
" Tor golap golap thoth
Jokhon birir dhowa uthe,
Sei dhowa dekhite boro vallage
Chele tor preme porar karon,
Tor shyamla shyamla boron
Tor preme porar karon.
This is the end of " ছেলে তোর কুকরা কুকরা চুলে সমুদ্র ঢেউ খেলে লিরিক্স | chele tor kokra kokra chule lyrics bangla "song Full Lyrics. If you discover any mistake in Changing Song Lyrics, Please Contract us And send the correct Lyrics.